হংকং-চুহাই-ম্যাকাও ব্রিজ মানব নির্মাণ ইতিহাসের একটি বড় ঘটনা। পৃথিবীর দীর্ঘতম এই সেতুটির নির্মাণ ব্যয় প্রায় ১২৭ বিলিয়ন ইউয়ান (১,৭১,৩৭৯ কোটি টাকা)। দক্ষিণ চীন সাগরের উপর এই সেতুর উদ্দেশ্য চীনের মূল ভূখণ্ডের সাথে হংকং ও ম্যাকাও কে যুক্ত করা। কিন্তু খুলে দেওয়ার তিন বছর পরেও সেতুটিতে গাড়ি প্রায় নেই বললেই চলে।



সেতুটি খুলে দেওয়ার পর ধরা পড়লো সবচেয়ে বড় প্রশ্ন: এই ব্রিজে উঠবে কে?

চীন, হংকং বা ম্যাকাও এর গাড়ির লাইসেন্স প্লেট ভিন্ন। তাই চীনের গাড়ি এই সেতুতে উঠতে পারবে না, কারণ চীনের লাইসেন্স প্লেট নিয়ে হংকং বা ম্যাকাও তে ঢোকা যাবে না। একইভাবে হংকং এর লাইসেন্স প্লেট নিয়ে চীনে বা ম্যাকাও তে, ম্যাকাও এর লাইসেন্স নিয়ে হংকংয়ে বা চীনে ঢোকা যাবে না।



তাই আপনার গাড়ির জন্য দুই জায়গায় আলাদাভাবে দুইটি লাইসেন্সের আবেদন করতে হবে। আবার হংকং আর চীনের মধ্যে যাতায়াতের জন্য আপনাকে বিশেষ অনুমতি নিতে হবে। এমন অনুমতি আছে মাত্র ১০,০০০ প্রাইভেট কারের। এছাড়াও আরো নানা আবেদন করতে হয়। তাই ব্যক্তিগত ভাবে এই ব্রিজে ওঠা অত্যন্ত ব্যায়বহুল ও ঝামেলাপূর্ণ। এজন্য সেতুটি সারা বছর প্রায় ফাঁকাই থাকে।